প্রধানমন্ত্রী নরেন্দ্রব মোদী তাঁর ৬৮ তম মন কি বাত অনুষ্ঠানে দেশের সুরক্ষা অভিযানে সারমেয়দের ভূমিকার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গেই তিনি উত্থাপন করেন 'ভিদা' আর 'সোফি'-র কথা। ভারতীয় সেনাবাহিনীর ভরসাযোগ্য দুই সারমেয়। ৭৪তম স্বাধীনতী দিবসে দুই সারমেয়কে চিফ আর্মি স্টাফ কমেনডেশন কার্ড প্রদান করা হয়েছে। আলাপ করুন ভারতীয় সেনাবাহিনীর ভরসা যোগ্য দুই সারমেয়র সঙ্গে। এই দুই সারমের কথায় বলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন আগামী দিনে যেন দেশীয় কুকুর পোষার দিকেই জোর দেওয়া হয়।