আলাপ করুন রুদ্রপ্রয়াগের জেলা শাসক বন্দনা সিং এর সঙ্গে। যিনি অগস্থমুনি গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু গ্রাম পরিদর্শনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে রাখেননি। গ্রাম পরিদর্শনের সময় তিনি দেখেন বেশ কয়েকজন মহিলা ধান কাটছে । আর সেই দেখে তিনি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাস্তে তুলেনেন। আর নিজের পদমর্যাদাকে দূরে সরিয়ে রেখে ধান কাটতে শুরু করেন। বন্দনা সিং-এ জন্ম ১৯৮৪ সালে ৪ এপ্রিল। তাঁর পরিবারের প্রথম মহিলা সদস্য তিনি যিনি স্কুলের মুখ দেখেছিলেন। কারণ হরিয়ানার অধিকাংশ পরিবার দীর্ঘ দিন পর্যন্ত বাড়ির মহিলাদের লেখা পড়া থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু নিজের মেয়েকে পড়াশুনা শেখানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন বন্দনার বাবা। আর সেই পরীক্ষায় তিনি রীতিমত উত্তীর্ণ হয়েছিলেন। আইন নিয়ে পড়াশুনা করেছেন বন্দনা।