গত ১৫ জুন গালওয়ান সীমান্তে চিন বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর থেকেই সবরকম পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে ভারত। ১৯৬২ সালের সঙ্গে এখনকার ভারতের যে কোনও মিল নেই সেটাও জানে বেজিং। তাই চিনের সঙ্গে কূটনৈতিক ভাবে সমস্যা সমাধানের কথা বললেও লাদাখে অতিরিক্ত স্থল সেনা মোতায়েন করেছে ভারত। এবার এয়ার ডমিন্যান্সও শুরু করেছে ভারত। সামরিক শক্তি আরও মজবুত করেই এবার কোমর বেঁধে চিনকে জবাব দিতে নামছে নয়াদিল্লি। আর এর মধ্যেই আমেরিকা, প্রান্স, ইজরায়েল, রাশিয়া থেকে কমপক্ষে আরও ১০০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম পেতে চলেছে ভারত। ফলে এদেশের ওপর দাদাগিরি ফলানো যে অত সহজ হবে না তা টের পাচ্ছে বেজিংও।