ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (National Commission for Protection of Child Rights) বা এনসিপিসিআর (NCPCR)-এর সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। সমীক্ষা জানাচ্ছে দেশ জুড়ে মাদ্রাসাগুলিতে (Madrassas) শিক্ষা নেওয়া শিশুরা ৪০০ বছরের পুরোনো সিলেবাসেই (400-year-old syllabus) পড়াশোনা করছে।