হরিদ্বারের চিফ মেডিক্যাল অফিসার শম্ভু কুমার ঝা জানিয়েছেন, হরিদ্বার থেকে দেব প্রয়াগ পর্যন্ত পুরো কুম্ভ মেলায় পাঁচ দিনের ধরে প্রায় ১৩ টি আখড়ার সন্নাসীরা সাহী স্নান করছেন। জড়ো হয়েছেন প্রচুর সাধারণ মানুষও। হৃষিকেষ, তেরহী, দেরাদুন পর্যন্ত ৬০ হেক্টর এলাকা জুড়ে মেলা বিস্তৃত। শাহী স্নানের সম ১২ এপ্রিল। কিন্তু ১৪ এপ্রিল সংক্রান্তি থাকায় অনেকেই স্নান করেন।