গুগলের তরফে ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে নতুন গাইডলাইন দিয়ে একটি ব্লগ পোস্ট করেন শুক্রবার। সেখানে তিনি লিখেছেন, ব্যবহারকারীদের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্যই এই নতুন পলিসিগুলি। যখন এই পলিসি কেউ ভায়োলেট করবে, তখন ডেভেলপারকে নোটিফাই করা হবে ও গুগল প্লে স্টোর থেকে সেটি সরিয়ে দেওয়া হবে।