১৭ জানুয়ারি ২০২০ থেকে ১৬ জানুয়ারি ২০২১, এক লম্বা ভয়াবহ সফর পার করে আজ স্বস্তির পথে ভারত। লড়াই করে দেখিয়ে দিয়েছে গোটা দেশ, এক যোগে যে কোনও বিপদের মোকাবিনা করতে প্রস্তুত সকলেই। ভ্যাকসিন উদ্বোধনের লাইভে এসে চোখে জল নরেন্দ্রমোদীর। স্মৃতিতে ফিরল করোনা টাইম লাইন। পর পর বলে চললেন কঠিন যুদ্ধের দিনের লড়াইয়ের কথা। ভিজে এলো চোখ, ভাঙা গলায় বলে চললেন প্রধানমন্ত্রী...