৭৬-এ রাজীব গান্ধী, আবেগঘন বার্তা পুত্র রাহুলের, স্মরণ করলেন মোদীও

বৃহস্পতিবার পালিত হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীক ৭৬তম জন্মদিন। আর এই বিশেষ দিনে বাবাকে স্মরণ করলেন পুত্র রাহুল গান্ধী। একটি আবেগঘন বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Asianet News Bangla | Published : Aug 20, 2020 12:36 PM / Updated: Aug 21 2020, 10:14 AM IST
114
৭৬-এ রাজীব গান্ধী, আবেগঘন বার্তা পুত্র রাহুলের, স্মরণ করলেন মোদীও


'সময়ের থেকে অনেক এগিয়ে ছিলেন তিনি৷ অত্যন্ত দূরদর্শী এক মানুষের নাম রাজীব গান্ধি৷' প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৬তম জন্মদিনে এভাবেই শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ 

214

এই দিন সকালে দিল্লির রাজীব গান্ধী মেমোরিয়াল গিয়ে বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাহুল গান্ধী। 
 

314

একটি ট্যুইট  বার্তায় তিনি বলেন, অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত রাজীব গান্ধীকে নিজের বাবা হিসেবে পেয়ে। রাজীব গান্ধী একজন সহানুভূতিশীল, হৃদয়বান ব্যক্তি ছিলেন। রাহুল আরও বলেন, আজকে তার জন্মদিনের দিন এবং অন্যান্য দিনগুলিতে তাঁর অনুপস্থিতি আমরা অনুভব করি।

414

রাজীব গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷  তিনি ট্যুইট করেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।'

514

১৯৪৪ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধী।

614

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তাঁর মা ইন্দিরা গান্ধীর প্রয়াণের পর ১৯৮৪ সালে কংগ্রেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাজীব গান্ধী। 

714

১৯৮৪ সালের অক্টোবর মাসে ভারতের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন রাজীব গান্ধী। 

814

১৯৮৯ সালের ২ ডিসেম্বর পর্যন্ত  দেশের প্রধানমন্ত্রী পদের দায়িত্বভার সামলান তিনি।

914

তিনি দেশের নবীনতম প্রধানমন্ত্রী ছিলেন। মাত্র ৪০ বছর বয়সে তিনি ভারতের ষষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

1014

স্বাধীন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

1114

১৯৯১ সালে ২১ মে লিবারেশন টাইগারস অফ তামিল এলাম (এলটিটিই) হামলায় জীবনাবসান হয় রাজীব গান্ধীর। 
 

1214

তামিলনাড়ুর শ্রীপেরুমপুদুরে নির্বাচনী প্রচার সভায় গিয়ে আত্মঘাতী মানব বোমা বিস্ফোরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজীব গান্ধী। 

1314

রাজীব গান্ধীর মৃত্যুদিন সন্ত্রাসদমন দিবস হিসেবে পালন করা হয়।

1414

এই বিশেষ দিনে কংগ্রেস সারা দেশ জুড়ে সদভাবনা দিবস পালন করে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos