বৃহস্পতিবার নবরূপে সেজে ওঠা গান্ধীনগর রেল স্টেশনের বেশ কয়েকটি ছবি টুইট করে সঙ্গে লেখেন, 'আমি সবসময়ই চেয়েছিলাম আমাদের রেল স্টেশনগুলি উন্নতমানের হোক, যেখানে ভ্রমণ ছাড়াও বাণিজ্য, আতিথেয়তা এবং আরও অনেক কিছু করা যায়। এমনই একটা প্রচেষ্টা গান্ধীনগরে হয়েছে। আগামীকালই উন্নীত স্টেশনটি উদ্বোধন করা হবে।'