ভুজে, প্রধানমন্ত্রী মোদী স্মৃতি ভ্যান মেমোরিয়াল উদ্বোধন করবেন। এই স্মৃতিসৌধটি প্রায় ৪৭০ একর এলাকা জুড়ে নির্মিত হয়েছে, যা ২০০১ সালের ভুজে ভূমিকম্পের সময় প্রায় ১৩ হাজার মানুষের মর্মান্তিক মৃত্যুর স্মৃতিচারণার উদ্দেশ্যে স্থাপিত। ভূমিকম্পের সময় প্রাণ হারিয়েছেন, এমন মানুষদের নাম লেখা থাকবে এই সৌধে।