জলের তোড়ে ভেসে গেছে বাড়ি-রাস্তা, উদ্ধারে হেলিকপ্টার, ছবিতে দেখুন মহারাষ্ট্রের প্রাকৃতিক দুর্যোগ


প্রবল বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত মহারাষ্ট্র। রাজ্যের কোঙ্কন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রায়গড় ডেলায় ভূমিধসে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 
 

Asianet News Bangla | Published : Jul 23, 2021 9:33 AM IST
18
জলের তোড়ে ভেসে গেছে বাড়ি-রাস্তা, উদ্ধারে হেলিকপ্টার, ছবিতে দেখুন মহারাষ্ট্রের প্রাকৃতিক দুর্যোগ

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রষ কোঙ্কন উপত্যকা ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে।  ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইতেও। 

28

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রষ কোঙ্কন উপত্যকা ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে।  ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইতেও। 

38

এতটাই বৃষ্টি হয়েছে একতলা বাড়ি প্রায় সম্পূর্ণরূপেই ডুবে গেছে। বাসিন্দারা ছাদের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উদ্ধারকারীরা হেলিকপ্টারে আটকে পড়াদের উদ্ধার করছে। 

48

পরিস্থিতি এতটাই সংকটজনক যে উদ্ধারে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামাতে হয়েছে। 

58

 এখনও পর্যন্ত তিনটি পৃথক ভূমিধসের ঘটনা ঘটেছে। ৩২ জনের দেহ একজায়গা থেকে উদ্ধার হয়েছে। বাকি চার জনের দেহ পাওয়া গেছে অন্য জায়গা থেকে। 

68

 এখনও পর্যন্ত তিনটি পৃথক ভূমিধসের ঘটনা ঘটেছে। ৩২ জনের দেহ একজায়গা থেকে উদ্ধার হয়েছে। বাকি চার জনের দেহ পাওয়া গেছে অন্য জায়গা থেকে। 

78

মুম্বই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে রত্নগিরি জেলায় উপকূলীয় শহর চিপলুনে গত ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি হয়েছে। সেখানে জলস্তর প্রায় ১২ ফুট বেড়ে গিয়েছিল। 

88

 বশিষ্ঠ নদীর উপচে পড়া জলে ভেসে গেছে রাস্তা আর ঘরবাড়ি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos