তাঁর দাবি ছিল, টিকিট কেটে ট্রেনে চেপেছেন। তাই বাস বা ট্যাক্সিতে নয়, ট্রেনে চেপেই রাঁচি পৌঁছবেন। নাছোড় তরুণী ট্যুইট করে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁর জেদের সামনে হার মেনে শেষ পর্যন্ত একা তরুণীকে নিয়েই অন্য পথে রওনা হয় ট্রেন। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের থেকে অন্তত ১৫ ঘণ্টা দেরিতে সেটি রাঁচি পৌঁছয়।