বুববারই শেষ হবে প্রতীক্ষা। অযোধ্যায় শুরু হবে রাম মন্দির নির্মান কাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। তার আগেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে মন্দিরের প্রস্তাবিক কয়েকটি মডেল চিত্র প্রাকাশ করা হয়েছে। আর যেখানে বলা হয়েছে শ্রীরাম জন্মভূমি মন্দির ভারতীয় স্থাপত্যে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। মন্দিরের নকশা তৈরি করেছেন গুজরাটের বাসিন্দা চন্দ্রকান্ত সোমপুরা ও তাঁর পরিবারের সদস্যরা। গত ১৫ প্রজন্ম ধরে তাঁরা মন্দিরের নকসা তৈরির কাজে যুক্ত রয়েছেন। ভারত ও বিদেশে একাধিক মন্দির তৈরি হয়েছেন তাঁদের তৈরি নকশার ওপর ভিত্তি করে।