ধারালো দাঁত দিয়ে কেটে ২ লক্ষ টাকা কুঁচিকুঁচি করল ইঁদুর, মাথায় হাত গরীব সবজি বিক্রেতার


কষ্টের ধন ২ লক্ষ টাকা কুটি কুটি করল এক ইঁদুর। তাতেই মাথায় হাত তেলঙ্গনার এক সবজি বিক্রিতার। রীতিমত হতাশ হয়ে সেই সবজি বিক্রেতা। সবগুলি ছিল ৫০০ টাকার নোট। 

Asianet News Bangla | Published : Jul 18, 2021 1:25 PM IST / Updated: Jul 19 2021, 03:50 PM IST
17
ধারালো দাঁত দিয়ে কেটে ২ লক্ষ টাকা কুঁচিকুঁচি করল ইঁদুর, মাথায় হাত গরীব সবজি বিক্রেতার

ভেমুনুর গ্রামের এক বাসিন্দা রেদ্যা নায়েক। সবজি উৎপাদন আর আর দুচাকার একটি গাড়িতে করে সবজি বিক্রি করেই দিন কাটার। খুব কষ্ট করে প্রায় ২ লক্ষ টাকা জমিয়েছিল। 
 

27

কিছু টাকা ধারও করেছিলেন আত্মীয় সজনে থেকে। উদ্দেশ্য ছিল টাকা জমার পর নিজের পেটের অস্ত্রোপচার করা। বেশ কয়েক দিন ধরেই টাকা জমাচ্ছিলেন ওই ব্যক্তি। 

37

কষ্টের কাটা আলমারির মধ্যে একটি কাপড়ের ব্যাগে রেখেও দিয়েছিলেন। গুণে গুণে ৫০০ টাকার নোট ২ লক্ষ টাকা ছিল। 

47

 কিন্তু দিন কয়েক আগে আলমারি থেকে ওই ব্যাগ বারকরতে গিয়েই চোখ কপালে ওঠে কৃষকের। দেখেন সব টাকা কুটি কুটি করে কেটে দিয়েছে। 
 

57

অসহায় কৃষক জানিয়েছেন এটি তাঁর শেষ সম্বল থিল। একটি সুতির ব্যাগে তিনি ২ লক্ষ টাকা রেখেছিল। আর সেই ব্যগ ছিল আলমারিকে। 
 

67

তিনি আরও জানিয়েছেন, নোটগুলি বদল করার জন্য তিনি স্থানীয় ব্যাঙ্কেও গিয়েছিলেন। কিন্তু তাঁরা সরাসরি তাঁকে ফিরিয়ে দিয়েছেন। একই সঙ্গে হায়দরাবাদে  রিজার্ভব্যাঙ্কের যে শাখা রয়েছে সেখানে যোগাযোগ করতে বলেছিলেন। 

77

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নোংরা আর ক্ষতিগ্রস্ত নোট জমা দিয়ে নতুন নোট দেওয়ার নির্দেশ দিয়েছিল অনেক আগেই। কিন্তু ইঁদুরে খাওয়া টাকা ফেরত নেওয়া হবে কিনা তা জানান হয়নি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos