দেখুন 'রুদ্রাক্ষ'এর চোখ ধাঁধানো ছবি, খোদ প্রধানমন্ত্রী উৎসাহিত এই অত্যাধুনিক ভবন নিয়ে

করোনা মহামারির কারণে কোথাও যাওয়ার উপায় নেই। কিন্তু, যখন বেড়াতে যাওয়ার মতো পরিস্থিতি হবে, তখন বারানসী অপেক্ষা করবে এক নতুন চমক নিয়ে - 'রুদ্রাক্ষ'। বৃহস্পতিবারই এই ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখে নেওয়া যাক এই আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্মেলন কেন্দ্রটির কিছু চোখ ধাঁধানো ছবি -

 

Asianet News Bangla | Published : Jul 14, 2021 1:29 PM IST / Updated: Jul 14 2021, 07:12 PM IST

114
দেখুন 'রুদ্রাক্ষ'এর চোখ ধাঁধানো ছবি, খোদ প্রধানমন্ত্রী উৎসাহিত এই অত্যাধুনিক ভবন নিয়ে

ভবনটির তৈরি করা হয়েছে শিবলিঙ্গের আদলে

 

214

বারানসীর অভিজাত সিগরা এলাকায় তৈরি করা হয়েছে এই কনভেনশন সেন্টারটি

 

314

এই কেন্দ্রটিতে  মোট ১০৩ টি রুদ্রাক্ষ স্তাপন করা হয়েছে, প্রধানমন্্রী মোদীও একটি রুদ্রাক্ষ গাছের চারা রোপন করেই এই ভবনটির উদ্বোধন করবেন

414

দ্বিতল ভবনটি তৈরি হয়েছে ২.৮৭ হেক্টর জমিতে

 

514

রাত্রিবেলায় ভবনটি আলোয় আলোময় হয়ে থাকে, তৈরি হয় এক অপূর্ব পরিবেশ

 

614

এই ভবনের মূল হল-ঘরে একসঙ্গে ১২০০ মানুষ বসতে পারবেন

 

714

হল-ঘরটিকে প্রয়োজনে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া যায়

 

814

এছাড়া রয়েছে একটি গ্যালারি, একটি সভা-ঘর

914

গ্যালারিতে জায়গা পেয়েছে বারাণসীর শিল্প, সংস্কৃতি এবং সংগীতের চিত্রিত মুরাল

 

1014

মূল ভবনের বাইরে রয়েছে ১২০ টি গাড়ি রাখার মতো বড় পার্কিং-এর জায়গা

 

1114

বারানসী কো-অপারেশন অ্যান্ড কনভেনশন সেন্টার বা ভিসিসি একটি পরিবেশ-বান্ধব ভবনও বটে

1214

সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে প্রবেশদ্বার থাকছে তিনটি - একটি নিয়মিত প্রবেশদ্বার, একটি পরিষেবা প্রবেশদ্বার এবং একটি পৃথক ভিআইপি প্রবেশদ্বার

1314

নির্মাতাদের  দাবি, এই ভবন, আন্তর্জাতিক সম্মেলন, প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি আয়োজনের জন্য আদর্শ

1414

টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বারাণসীতে রুদ্রাক্ষ নামে একটি সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। জাপানের সহায়তায় নির্মিত, এই অত্যাধুনিক কেন্দ্রটি বারাণসীকে আন্তর্জাতিক সম্মেলনগুলির জন্য আকর্ষণীয় গন্তব্যস্থলে পরিণত করবে, এতে করে আরও বেশি পর্যটক এবং ব্যবসায়ী এই শহরে আসবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos