কোভিশিল্ডের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রি অফ ইন্ডিয়া (সিটিআরআই)-এ রেজিস্ট্রি করেছে সিরাম ইনস্টিটিউট। দেশজুড়ে ১,৬০০ সুস্বাস্থ্যের অধিকারী স্বেচ্ছাসেবকের ওপর এই ট্রায়াল চলবে। টিকা সম্পূর্ণ নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন হিসেবে প্রমাণিত হলে তখনই সরকারিভাবে বলা যাবে তা বাণিজ্যিক কারণে পাওয়া যাবে কিনা, জানিয়েছে সিরাম ইনস্টিটিউট।