মেয়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বাবা। শেহলার জন্য প্রাণ সংশয় হতে পারেও জম্মু ও কাশ্মীরের ডিজিপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পাশাপাশি শেহলার বাবা তাঁর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন। সেটি হল তাঁর মেয়ে জম্মু কাশ্মীর পিপিলস পার্টিতে যোগ দানের জন্য ৩ কোটি টাকা হয়েছে। শায়লার কাছে জমা হওয়া এই টাকা সন্ত্রাসবাদীদের কাছ থেকে এসেছে বলেও অভিযোগ তাঁর। সেই কারণে সেই তহবিলের তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। যদিও বাবা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন তা একলহমায় উড়িয়ে দিয়েছেন শেহলা রশিদ।