একজন কন্যা সারাজীবন কন্যাই থেকে যায়, কিন্তু পুত্র-- সম্পত্তির উত্তারাধিকার নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট

বিয়ে হোক আর না হোক, পৈতৃক সম্পতিতে মহিলাদের অধিকার রয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে হিন্দু উত্তরাধিকার আইনে ২০০৫ সালের সংশোধনী অনুযায়ী একজন  হিন্দু  মহিলার পিতামাতার সম্পত্তিতে অধিকার রয়েছে। ২০০৫ সালের সংশোধিত হিন্দু উত্তারাধিকার আইন পৈতৃক সম্পত্তিতে মহিলাদের সমানাধিকার দিয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই আইন সংশোধনের সময় বাবা বা বেঁচে থাকুক বা না থাকুক পারিবারিক সম্পত্তিতে  বাড়ির পুরুষ সদস্যদের মতই কন্যা সন্তানেরও সমানাধিকার রয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে হিন্দু উত্তারাধকার আইন যখন সংশোধন করা হয়েছি, তখন যদিন মহিলার বাবা মারা গিয়ে থাকেন তাহলেও তিনি পৈতৃক সম্পত্তিতে অধিকার পাবেন। 

Asianet News Bangla | Published : Aug 11, 2020 11:58 AM IST
110
একজন কন্যা সারাজীবন কন্যাই থেকে যায়, কিন্তু পুত্র-- সম্পত্তির উত্তারাধিকার নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট

একজন্য কন্যা সর্বদাই কন্যা থাকেন। কিন্তু এক জন ছেলে বিয়ে না হওয়া পর্যন্তই ছেলে। মেয়ে সব সময়ই সম্পত্তির শরিক। তা সে বাবা বেঁচে থাকুন আর না থাকুন। ঐতিহাসিক রায় দানের সময় বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। 
 

210

মঙ্গলবার অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে২০০৫সংশোধিত  হিন্দু উত্তারাধিকার আইন অনুযায়ী বাবা-মায়ের সম্পত্তি সর্বদাই সমানাধিকার পাবেন কন্যা। 

310

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে সংশোধিত আইন লাগু হওয়ার আগে যদি বাবা বা মা মারা যান সেক্ষেত্রও পৈতৃক সম্পত্তিতে সমানাধিকার থেকে বঞ্চিত হবেন না পরিবারের কন্যা সন্তান। 

410

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে ২০১৮ সালে বলা হয়েছিল হিন্দু উত্তারাধিকার আইন অনুযায়ী একজন কন্যা জন্ম থেকেই পৈতৃক সম্পত্তির সমান ভাগীদার। 
 

510

হিন্দু উত্তারাধিকার আইন অনুযায়ী ২০০৫ সালের সংশোধনী অনুযায়ী ছেলে ও মেয়ে উভয়ই পৈতৃক সম্পত্তিতে সমান ভাবে অধিকারি। বলা হয়েছিল একজন সম্পত্তির মালিকের পুত্র ও কন্যা জন্মগত ভাবে যৌথ সম্পত্তির অধিকারি হয়ে থাকবে। 
 

610

 প্রশ্নের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই মন্তব্য তা হল ২০০৫ সালের সংশোধিক উত্তরাধিকার আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে মহিলাদের যে যে অধিকার দেওয়া হয়েছিল তা কী কী পূর্বসূচি প্রভাব ফেলে। 
 

710

সুপ্রিম কোর্ট এদিন আরও জানিয়েছে, ২০০৫ সালে আইনটি সংশোধিত করা হয়েছিল। তাতে বলা হয়েছিল বাবা বেঁচে ছিলেন কিনা তা বিবেচনা না করেই একজন মহিলাকে পারিবারিক সম্পত্তিতে অধিকার যুগিয়েছিল। 
 

810

এদিন তিন বিচারকের বেঞ্চ বারবার আলোকপাত করেছেন আইন সংশোধনের কারণের ওপর। পাশাপাশি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় ২০০৫ সালের সংশোধিত হিন্দু উত্তরাধিকার আইন সম্পর্কেও। 
 

910

আগের নিয়ম অনুযায়ী ২০০৫ সালের মধ্যে বাবা জীবিত থাকলে তবেই এই আইন কার্যকর করা যেত। কিন্তু বর্তমানে পৈতৃক সম্পত্তিতে মহিলাদের অধিকার জন্মগত হয়েছে। 
 

1010

১৯৫৬ সালে হিন্দু উত্তারাধিকার আইন সংশোধন করা হয়েছিল ২০০৫ সালে। কিন্তু পরবর্তীকালও বেশ কয়েকবার এই আইন নিয়ে কিছু অস্পষ্টতা তৈরি হয়েছিল। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করেই জানিয়ে দেয় বাবার সম্পত্তিতে মহিলা অধিকার জন্মগত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos