প্রণব মুখোপাধ্যায়, ভারতের বর্ণময় রাজনীতির এক কিংবদন্ত চরিত্র। তাঁকে নিয়ে বহু কাহিনি-ই দশকের পর দশক ছড়িয়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দরমহলে। ইন্দিরা গান্ধী-কে গুরুমাতা হিসাবে পেয়ে প্রণব যেন হয়ে ওঠেছিলেন সার্থক শিষ্য। আর এর সুবাদেতই তিনি আনাগোনা করতেন সমস্ত মন্ত্রকে। তাঁকে না জানিয়ে কোনও মন্ত্রকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ছিল অসম্ভব। যার জন্য সবমহলের কাছে তিনি পরিচিতি পেয়েছিলেন আ ম্যান অফ অল সেশনস বলে। এই নামের সার্থক প্রমাণ তিনি ইন্দিরা পরবর্তী সময়েও রেখেছিলেন। যার জন্য কংগ্রেস থেকে দূর হয়ে গিয়েও ফিরে এসেছিলেন দলের কোর গ্রুপে। এমনকী, ইউপিএ সরকারের জামানায় তাঁর ক্ষমতা পৌঁছেছিল চূড়ান্ত পর্যায়ে।