ধীরে ধীরে দু'জনে একে অপরকে পছন্দ করতে শুরু করেন। বন্ধুত্ব থেকে সেই সম্পর্ক ক্রমে প্রেমের দিকে মোড় নেয়। শচীন এরপর এমবিএ শেষ করে ভারতে ফিরে আসেন, কিন্তু সারা লন্ডনেই থেকে যান। তবে ভারত ও লন্ডনের মধ্যকার দূরত্ব উভয়ের প্রেমে বাধা হয়ে উঠতে পারেনি। ই-মেইল এবং ফোনের মাধ্যমে উভয়ই যাগোযাগ রেখে চলেন।