গোটা বিশ্বে বিতরণ করা হবে ভূমি পুজোর প্রসাদ, অযোধ্যায় তৈরি হল ১ লক্ষ ১১ হাজার লাড্ডু

বহু প্রতিক্ষার পর অযোধ্যায় ৫ আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে রাম মন্দিরের ভূমি পুজো। তবে সোমবার ৩ আগস্ট থেকে সেখানে শুরু হয়েছে ভূমি পূজন উৎসব। শেষ মুহুর্তের প্রস্তূতি এখন চলছে জোরকদমে। ভূমিপুজোর দিন রামের উদ্দেশে উৎসর্গ করা হবে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। সেই লাড্ডু স্বয়ং ভোগ চড়াবেন প্রধানমন্ত্রী।

Asianet News Bangla | Published : Aug 3, 2020 6:32 AM IST
17
গোটা বিশ্বে বিতরণ করা হবে ভূমি পুজোর প্রসাদ, অযোধ্যায় তৈরি হল ১ লক্ষ ১১ হাজার লাড্ডু

রবিবার বিকেলে জানা গেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। ফলে অযোধ্যায় ৫ আগস্ট ভূমি পুজোয় উপস্থিত থাকতে পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী। 
 

27

৫ আগস্ট ভূমি পুজো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁকে নিয়ে এখন কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য নির্দেশিকা মানতে হলে, তাঁকেও ১৪ দিনের জন্য কোয়ারান্টিনে যেতে হবে, কারণ গত বুধবার তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অমিত শাহের সঙ্গে মুখোমুখি দেখা করেছিলেন। তাই নির্দেশিকা মানলে অযোধ্যায় তিনিও উপস্থিত থাকতে পারবেন না।

37

তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ভূমি পুজোয় অংশগ্রহণ না করার কোনও খবর পাওয়া যায়নি। সেদিন রামের উদ্দেশে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। তারপর ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে সেই লাড্ডু।

47

জানা গিয়েছে, দেবরাহ হংস বাবা সংস্থান ইতোমধ্যে লাড্ডু তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে। অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে চলছে সেই লাড্ডু তৈরির কাজ। 

57

এক পন্ডিত জানিয়েছেন, ভূমিপুজো উপলক্ষ্যে তৈরি হচ্ছে ১ লক্ষ ১১ হাজার লাড্ডু। ১১১টি থালায় তা সাজিয়ে দেওয়া হবে। রামের উদ্দেশে তা উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেগুলি বিলি করা হবে ওইদিন আসা ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ওই লাড্ডু পাঠানো হবে দেশের সবকটি বড় মন্দিরে।

67

কেবল দেশ নিয়ে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভূমি পুজোর লাড্ডু ছড়িয়ে দেওয়া হবে বিশ্বের নানা প্রান্তে।

77

এদিকে সোমবার গণেশ পুজো দিয়ে শুরু হল অযোধ্যায় ভূমি পূজন উৎসব। 

Share this Photo Gallery
click me!

Latest Videos