রবিবার হিমবাহ ভেঙে গিয়ে তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে যায় উত্তরাখণ্ডের চামোলি জেলা। প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে প্রবল জলোচ্ছ্বাস হয় ধৌলিগঙ্গা ও অলোকানন্দা নদীতে। ভেসে যায় বেশ কয়েকটি গ্রাম। প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে প্রচুর মানুষ নিখোঁজ হয়ে যায়। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৮ জনের দেহ। ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রশ্ন উঠছে কী কারণে এই প্রাকৃতিক বিপর্যয়?