বিশেষজ্ঞদের মতে অন্যান্যবারের তুলনায় এবার অনেক কম পরিমাণে তুষারপাত হয়েছে এই উত্তরাখণ্ডে। বিশেষজ্ঞদের মতে শীতের সময় তুষারপাত আর বৃষ্টি হিমবাহগুলিকে পরিপূর্ণ করে দেয়। যে কোনও কাঠামোগত সমস্যারও সমাধান করে। চলতি বছর তুষারপাত কম হয়েছিল। আর সেই কারণেই এজাতীয় বিপর্যয় হতে পারে বলেও মনে করছে উত্তরাখণ্ডের জিবি প্যান্ট ইনস্টিটিউসনের গবেষক সন্দীপন মুখোপাধ্যায়।