এই বছর সময়ের একটু আগেই ভারতে এসেছিল বর্ষা (Monsoon)। কারপর থেকে বৃষ্টি চলছে তো চলছেই। সেই সঙ্গে বেড়ে চলেছে বৃষ্টিজনিত প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা। উত্তরাখণ্ডে (Uttarakhand Flood) এদিনই বন্যায় কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অক্টোবর মাসেও ভারতের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে ভারি থেকে অতি ভারি বর্ষণ হয়ে চলেছে। তাহলে কি বর্ষাকাল এখনও চলছে? কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা?