আবহাওয়াবিদরা জানিয়েছেন এটা শেষ বর্ষার বৃষ্টি নয়। বর্ষার ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে গড়ে ওঠা এক অনন্য আবহাওয়া ব্যবস্থার কারণে। একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা (Western disturbances), অন্যদিকে বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ (Low-pressure system)। যার থেকে উত্তর-পশ্চিম ভারতে ধেয়ে আসছে আর্দ্রতা ভরা বাতাস। এই দুই আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে ঘটার ফলেই উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হচ্ছে।