পঞ্চমীর সকালেই কাঁপল রাজ্যের মাটি, আতঙ্কে ঘুম ভাঙল মানুষের

পুজোর শুরু, আনন্দের শুরু, শুরু উৎসবেরও। কিন্তু এরই মাঝে তাল কাটল। রবিবার সাত সকালে কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হল পুজোর শুরুতেই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪ ম্যাগনিটিউড। 

Parna Sengupta | Published : Oct 10, 2021 3:30 AM IST
19
পঞ্চমীর সকালেই কাঁপল রাজ্যের মাটি, আতঙ্কে ঘুম ভাঙল মানুষের

কাঁপল মাটি, দুলল বাড়ি ঘর। পঞ্চমীর সকালে আতঙ্কে ঘুমভাঙল মানুষের। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল ৬টায় কম্পন শুরু হয়।

29

উৎসবের শুরুতেই তাল কাটল। রবিবার সাত সকালে কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হল পুজোর শুরুতেই।

39

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪ ম্যাগনিটিউড। অনেকেই ঘুমের মধ্যে ছিলেন। ফলে কম্পন বুঝতে সময় লাগে। তবে ততক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

49

পরে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে টুইট করে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। 

59

কর্ণাটকের গুলবর্গায় এদিন কম্পন অনুভুত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল ৬টায় কম্পন শুরু হয়। 

69

কম্পন অনুভুত হয় শনিবারও। ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভুত হয় এদিন। দেশের পূর্ব প্রান্তে অরুণাচল প্রদেশে কাঁপে মাটি। 

79

অরুণাচল প্রদেশের ইটানগরের পশ্চিম-উত্তর পশ্চিমের কিছু অংশে কম্পন অনুভূত হয়। একের পর এক ভূমিকম্পের খবর মিলছে দেশ জুড়ে। 

89

দিন কয়েক আগেই কেঁপেছিল লেহ লাদাখের পায়ের তলার মাটি। লেহ-র আলচি এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২ ম্যাগনিটিউড।

99

এনসিএস জানায় আলচি থেকে ৮৯ কিমি দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। সকাল ৯.১৬ মিনিটে এই কম্পন প্রথম অনুভব করেন বাসিন্দারা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos