পুরানো, অযোগ্য যানবাহনগুলিকে পর্যায়ক্রমে বাতিল করার নীতিই হল ভেহিকল স্ক্র্যাপেজ নীতি। নীতি অনুসারে কোনও যানবাহনের নিবন্ধনের সময় শেষ হওয়ার পরই অবিলম্বে স্ক্র্যাপেজ নীতি কার্যকর করা হবে। একটি বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে সেই গাড়িটিকে। ভারতের মোটর আইন অনুযায়ী, কোনও যাত্রীবাহী গাড়ির আয়ু ১৫ বছর এবং বাণিজ্যিক যানবাহনের আয়ু ১০ বছর ধরা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, ভারতে আনুমানিক ৫১ লক্ষ হালকা মোটরগাড়ি আছে যেগুলির বয়স ২০ বছরের বেশি। ১৫ বছরের বেশি পুরনো হালকা মোটরগাড়ির সংখ্যা আরও ৩৪ লক্ষের মতো। এছাড়াও, প্রায় ১৭ লক্ষ মাঝারি এবং ভারী বাণিজ্যিক যানবাহন রয়েছে যেগুলি বৈধ ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছে। নয়া নীতি ই পুরনো যানবাহনগুলোকে পরিকল্পিতভাবে বাতিল করতে সাহায্য করবে। এমনকী, এর বদলে কিছু আর্থিক প্রণোদনাও পাওয়া যাবে।