শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে আয়োজিত লগ্নিকারীদের সম্মেলনে ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় ভারতে বহুল প্রতীক্ষিত ভেহিকল স্ক্র্যাপেজ পলিসি বা যানবাহন স্ক্র্যাপ করার নীতি চালু করলেন। এই নীতিকে ভারতের উন্নয়ন যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এতে করে পরিবেশ-বান্ধব পদ্ধতিতে অযোগ্য এবং দূষণ সৃষ্টিকারী যানবাহনের ব্য়বহার বন্ধ হবে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য এর মাধ্যমে পরিবেশগতভাবে দায়বদ্ধ থেকেও, একটি কার্যকর বৃত্তাকার অর্থনীতি তৈরি করা। জেনে নেওয়া যাক কী এই নীতি, এর বিধানগুলিই বা কী কী এবং এই নীতির ফলে দেশ ও দেশের মানুষের কী কী লাভ হতে পারে -