গত দেড় বছরেও বেশি সময় ধরে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে গোটা বিশ্ব। কোভিড ১৯এর জিনের একাধিক পরিবর্তনেরও সাক্ষী থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। এই অবস্থায় ভাইরাসটি নিয়ে ভবিষ্যৎবানী করলেন একদল বিজ্ঞানী। তাঁদের কথায় আগামী দিনেও বিশ্ব থেকে যাবে করোনার জীবানু। তবে আগামী দিনে করোনার মূল টার্গেট হবে শিশুরা।