নস্টালজিক রতন টাটা জানিয়েছেন, তাঁর জীবনের সেই সময়টা দুর্দান্ত ছিল। তাঁর নিজের গাড়ি ছিল, যে চাকরিটি করতেন, তাও তাঁর পছন্দের ছিল। আর সেই 'সুন্দর আবহাওয়া'তেই এক মার্কিন কন্যার প্রেমে পড়েছিলেন তিনি। বিয়েরও আয়োজন হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু, সেই সময়ই তাঁর ঠাকুমার শরীর খারাপ হয়। দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন রতন টাটা।