ঘরে বসেই পান এবার পুরীর ভোগ, সৌজন্যে রাজ্য পঞ্চায়েত দফতর, দেখুন ছবিতে-ছবিতে


কোভিড বিধি মেনেই সোমবার পালিত হচ্ছে শুভ রথ যাত্রা উৎসব। এদিকে সংক্রমণের কারণে নিয়মের বেড়াজালে আটকে পুরীর ভোগের স্বাদ নেওয়া।  তবে না গিয়েও ঘরে বসেই পেয়ে যেতে পারেন সেই পুরীর সেই পবিত্র প্রসাদ। আজ্ঞে হ্যাঁ, এবার ঘরে বসেই অর্ডার করলে পেয়ে যাবেন পুরীর ভোগের প্রসাদ। সৌজন্যে রয়েছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। দেখুন ছবিতে-ছবিতে।
 

Asianet News Bangla | Published : Jul 12, 2021 4:48 AM IST / Updated: Jul 12 2021, 11:12 AM IST
16
ঘরে বসেই পান এবার পুরীর ভোগ, সৌজন্যে রাজ্য পঞ্চায়েত দফতর, দেখুন ছবিতে-ছবিতে


পুরীর ভোগের প্রসাদের স্পেশাল মেনুতে থাকছে- খিচুড়ি, ডালমা, লুচি, পটল রসা, পাঁপড়, জিভে গজা, রসবালি, ছানাপোড়া। 

26


এবার ঘরে বসেই অর্ডার করলে পেয়ে যাবেন পুরীর ভোগের প্রসাদ। কিন্তু কীভাবে, ফোন করতে হবে বা হোয়াটস্ অ্যাপে মেসেজ দিতে হবে। 
 

36

স্পেশাল মেনু অর্ডার দিতে যোগাযোগের নম্বর গুলি হল ৬২৯০ ২৫৫ ৮৫৯, ৮১৭০ ৮৮৭৭ ৯৪ এবং ৯১৬৩ ১২৩৫ ৫৬।

46

সোজা রথ এবং উলটো রথের দিন বাদে যদি দুপুরের খাবার চান, তাহলে আগের দিন রাত ১০ টার মধ্য়ে জানাতে হবে। ডিনার করতে হলে ওই দিনই দুপুর ১ টার মধ্য়ে জানাতে হবে।
 

56


এই স্পেশাল মেনুতে খরচ, প্রতি প্যাকেট পিছু ২৭৫ টাকা। ডেলিভারি চার্জ বাবদ আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
 

66

রাজ্যের  পঞ্চায়েত   দফতরের অধীনস্ত কমপ্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট করপোরেশন এই স্পেশাল মেনু তৈরির দায়িত্ব নিয়েছে।

 

Share this Photo Gallery
click me!

Latest Videos