এই সিনড্রোমের লক্ষণগুলি কী কী?
- শুরুতেই পায়ের আঙুল, গোড়ালি, এবং হাতের আঙুল ও কব্জিতে অসাড়তা কাজ করে
- তারপর শুরু হয় দুর্বলতা, বিশেষ করে পা দগুর্বল হয়ে হাঁটার ক্ষমতা হারিয়ে যেতে পারে
- ডাবল ভিশন অর্থাৎ যে কোনও বস্তু দুটি দুটি করে ধরা পড়ে চোখে
- চোখের মণি সরাতে অক্ষম হয়ে পড়েন কেউ কেউ
- হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়
- রক্তচাপের ওঠানামা শুরু হয়
- ধীরে ধীরে শ্বাস নিতে অসুবিধা হতে থাকে
- সারা শরীরে ঝিনঝিনে ব্যথা হতে থাকে