পূর্ব লাদাখে ভারত-চিন সংঘাতকে কেন্দ্র করে ক্রমশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। গালওয়ান সংঘাত পরবর্তী পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সমূহ সম্ভাবনা রয়েছে তা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোও বুঝতে পারছে। কিন্তু প্রকাশ্যে তিনের আগ্রাসন নিয়ে এখনও তেমন ভাবে কেউ মুখ খোলেনি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারত-চিন যুদ্ধ এড়ানো কিন্তু এবার মুশকিল। কৃটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে ভারত মীমাংসায় আগ্রহ দেখালেও চিন কিন্তু ভারতের জমি আঁকড়ে বসে রয়েছে। এই পরিস্থিতিতে চিন আর একবার কোনও ভাবে প্ররোচানা দিলে, তা বারুদে আগুন পড়ার মতোই হবে। তাই ভারত-চিন সংঘাত ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এবার প্রবল। একবার দেখে নেওয়া যাক যুদ্ধ বাধলে কোন কোন শক্তিকে পাশে পাবে ভারত।