Published : Jun 16, 2020, 06:23 PM ISTUpdated : Jul 13, 2020, 08:22 PM IST
২১ জুন আসতে আর বেশি দেরি নেই। ওই দিনই ফাদার্স ডে অর্থাৎ পিতৃ দিবস। তার আগেই সন্ধান পাওয়া গেল বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ পিতার। শুনতে অবিশ্বাস্য লাগলেও তার বয়স মাত্র ১১ বছর। আর তার সন্তানের মা অর্থাৎ তার প্রেমিকার বয়স মাত্র ১৪। এই বয়সে মা হওয়াটা নতুন কিছু নয়। কিন্তু, মাত্র ১১ বছর বয়সে সে বাবা হল কীকরে?
১৪ বছরের মায়ের নাম দারিয়া আর তার তিন বছরের ছোট প্রেমিকের নাম ইভান। দুজনেই রাশিয়ার বাসিন্দা।
29
এই অদ্ভূত যুগলের সন্ধান পাওয়া গিয়েছিল এই বছরের শুরুতেই। এক টিভি শো-তে তার তিন বছরের বড় প্রেমিকা সন্তানসম্ভবা বলে সকলকে চমকে দিয়েছিল খুদে বাবা। তখন তার বয়স ছিল আরও কম মাত্র ১০ বছর।
39
টিভি শো-তে তাদের করা সেই স্বীকারোক্তি শুধু রাশিয়াতেই নয়, সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বেই। সকলেই মনে একটাই প্রশ্ন এসেছিলষ মাত্র ১০ বছর বয়সে কেউ কীভাবে বাবা হতে পারে?
49
সম্প্রতি অবশ্য দারিয়া নিজেই সেই রহস্যের সমাধান করেছে। সে জানিয়েছে ইভান তার প্রেমিক হলেও, তাঁর গর্ভের সন্তানের বাবা নয়।
59
তাহলে দারিয়ার গর্ভের সন্তান কার? দারিয়া জানিয়েছে ইভানের সঙ্গে তাঁর পরিচয় হওয়ার আগেই তাকে ধর্ষণের শিকার হতে হয়েছিল। গর্ভের সন্তান সেই ধর্ষকেরই।
69
এরপর কিন্তু মাত্র ১১ বছর বয়স হলেও দারুণ পরিণতির পরিচয় দিয়েছে ইভান। দারিয়ার গর্ভের সন্তান তার নয়, জানার পরও সে তার প্রেমিকার পাশ থেকে সরে যায়নি। বরং তারপরেও দারিয়ার সন্তান তাকেই বাবা বলে জানবে বলে জানিয়েছে সে।
79
শুধু তাই নয়, দারিয়া জানিয়েছে, তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে ইভানের। আর তারা একে অপরকে খুব ভালোবাসে।
89
কিন্তু এত অল্প বয়সে কি তারা সন্তান বড় করার দায়িত্ব নিতে পারবে? দারিয়া জানিয়েছে সন্তানের জন্মের পর প্রথম কয়েকদিন তার দেখভাল করবেন দারিয়ার মা। একটু বড় হলেই তার যত্নআত্তির সব দায়িত্ব নেমে ইভান ও দারিয়া নিজেই।
99
ইতিমধ্যেই টিনএজার মা দারিয়া সোশ্যাল মিডিয়ায় তার বেবি বাম্পের একাধিক ছবি পোস্ট করেছে। সেইসব ছবিতে আর পাঁচজন প্রেমিকের মতোই ইভানকে দেখা গিয়েছে দারিয়ার যত্ন নিতে। এই অদ্ভূত যুগলের ছবি এখন গোটা বিশ্বেই ভাইরাল।