প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা দুনিয়া। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ লাখের বেশি । মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৪ লাখ ১৩ হাজারেরও বেশি মানুষের। এই পরিসস্থিতিতে সিকিউরিটিজ রিসার্চ ফার্ম নমুরা একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দাবি করা হয়েছে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের সবচেয়ে ঝুঁকিবহুল ১৫টি দেশের মধ্যে চলে এসেছে ভারত৷