গোটা বিশ্বের ২০০ বেশি দেশে জাল বিছিয়েছে করোনা ভাইরাস। এখনও পর্যন্ত গোটা দুনিয়ার ৭৪ লক্ষেরেও বেশি মানুষ সংক্রমণের শিকার হয়েছেন মারণ ভাইরাসের প্রাণ গিয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের। চারদিকে এখন ত্রাহি ত্রাহি রব। পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে তা ভেবে পাচ্ছে না বিশ্বের তাবড় তাবড় দেশগুলির শক্তিশালী সরকার। কবে ভ্যাকসিন বাজারে আসবে, তার দিকেই এখন তাকিয়ে রয়েছেন বিশ্ববাসী। এর মধ্যেই দুনিয়াকে চমকে দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন জানালেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন শেষ করোনা পজিটিভ ব্যক্তিও। এবার তাই দ্বীপরাষ্ট্র ফিরছে চেনা ছন্দে। তবে কেবল নিউজিল্যান্ড নয়, আরও বেশকিছু দেশের সন্ধান পাওয়া গিয়েছে যারা করোনাকে মাত দিতে সক্ষম হয়েছে। মারণ ভাইরাস সমগ্র বিশ্বকে নিজের জালে বাঁধতে পারলেও, এই দেশগুলি কিন্তু করোনা যুদ্ধে জিতে গিয়েছে।