এদিন এই অঙ্গীকারপত্রে জাস্টিন ট্রুডো ছাড়া স্বাক্ষর করেছেন, ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওয়ার্ক জেভেদে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন, নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, স্পেনিয় প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ, সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোভেন, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলিজ ফাখফাখ। একইসঙ্গে তাঁরা বিশ্বের অন্যান্য দেশের নেতাদেরও এই বিষয়ে একমত হতে আহ্বান জানিয়েছেন।