ব্ল্যাক ডেথ অর্থাৎ বিউবোনিক প্লেগ মহামারি সম্ভবত মানবজাতির ইতিহাসে সবচেয়ে পরিচিত রোগ। মধ্যযুগে বিশ্বব্যাপী বারবার ফিরে এসেছে এই রোগের যন্ত্রণা। সম্প্রতি করোনা মহামারির মধ্যেই আবার বিশ্বে এই রোগের প্রাদুর্ভাবের আশঙ্কার মেঘ জমছে। চিন-মঙ্গোলিয়ার মতো দূর প্রাচ্যের দেশগুলিতে ক্রমে বাড়ছে মহামারির শঙ্কা। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রেও মানুষের মধ্য়ে এখনও দেখা না গেলেও প্লেগ আক্রান্ত প্রাণীর দেখা মিলেছে।