ল্যাং-এর দাদা ত্রি-এর অবশ্য জঙ্গলে পালাবার আগেই সভ্য জগতের সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। যুদ্ধের ভয় তাঁকে এখনও তাড়িয়ে বেরালেও, হো ভ্যাং ল্যাং-এর মতো সব্য জগৎটা তাঁর কাছে একেবারে নতুন কিছু নয়। তিনি জানিয়েছেন, হো ভ্যাং ল্যাং আসলে একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে থাকা একটা শিশুর মতো। একেবারে ছোট থেকে জঙ্গলে মানুষ হওয়ার, বেশ কিছু প্রাথমিক সামাজিক ধারণা তাঁর নেই। ভাল এবং মন্দের পার্থক্য করতে পারে না সে। ত্রি বলেছেন, তিনি যদি তাঁর ভাইকে বলেন কাউকে ছুরি মাড়তে, তাহলে হয়তো তিনি নির্দ্বিধায় তা করে বসবেন।