সেইসঙ্গে, গত বছর ভারতের সঙ্গে সামরিক অচলাবস্থার মধ্য দিয়ে প্রাপ্ত শিক্ষাই চিনকে এই তিব্বতি যুবকদের নিয়োগের রাস্তায় ঠেলেছে বলে মনে করা হচ্ছে। গত বছরের মে মাস থেকে সীমান্ত বরাবর বিমানবন্দর, হেলিপ্যাড, ক্ষেপণাস্ত্রের সুবিধা-সহ চিন তাদের পক্ষের পরিকাঠামোর দ্রুত উন্নতি ঘটিয়েছিল। কিন্তু, তারপরও তাদের পিছু হঠতে হয়েছে মূলত পাহাড়ি এলাকায় যুদ্ধের অনভিজ্ঞতার কারণে, এমনটাই মনে করেন চিন-বিশেষজ্ঞরা।