করোনভাইরাস এখন প্রকৃত অর্থেই আন্তর্জাতিক। চিনের উহার থেকে এক এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। গরিব, বড়লোক, রাজা, প্রজা কেউই নিস্তার পাচ্ছে না এই ভাইরাসের হাত থেকে। দেখতে দেখতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৮ লক্ষের গণ্ডি। পাঁচ মাসেরও কম সময়ে বিশ্বে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২ লক্ষের দোড়গোড়ায়। করোনার ঝড় সবচেয়ে বেশি আছড়ে পড়েছে আমেরিকায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের কাছাকাছি। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
বিশ্বে মহামারীর আকারে ছড়ালেও করোনার এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি। সবে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে। এই অবস্থায় এই মারণ ভাইরাস থেকে বাঁচতে প্রতিটি মানুষের মাস্ক পরা আবশ্যক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এদেশের বিভিন্ন প্রান্তেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গরিব থেকে বড়লোক সবার মুখই এখন ঢেকেছে মাস্কে। দেখে নিন বিশ্বের নানা প্রান্তে সেই মাস্কের রকম ভেদ।