লিপস্টিক নয় করোনা আক্রান্ত বিশ্বে এখন নতুন স্টাইল মাস্ক, দেখে নিন এর রকমফের

করোনভাইরাস এখন প্রকৃত অর্থেই আন্তর্জাতিক। চিনের উহার থেকে এক এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। গরিব, বড়লোক, রাজা, প্রজা কেউই নিস্তার পাচ্ছে না এই ভাইরাসের হাত থেকে। দেখতে দেখতে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২৮ লক্ষের গণ্ডি। পাঁচ মাসেরও কম সময়ে বিশ্বে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২ লক্ষের দোড়গোড়ায়। করোনার ঝড় সবচেয়ে বেশি আছড়ে পড়েছে আমেরিকায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশে আক্রান্তের সংখ্যা ৯ লক্ষের কাছাকাছি। মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।  

 

বিশ্বে মহামারীর আকারে ছড়ালেও করোনার এখনও কোনও ওষুধ আবিষ্কার হয়নি। সবে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে। এই অবস্থায় এই মারণ ভাইরাস থেকে বাঁচতে প্রতিটি মানুষের মাস্ক পরা আবশ্যক বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এদেশের বিভিন্ন প্রান্তেও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গরিব থেকে বড়লোক সবার মুখই এখন ঢেকেছে মাস্কে। দেখে নিন বিশ্বের নানা প্রান্তে সেই মাস্কের রকম ভেদ। 

Asianet News Bangla | Published : Apr 25, 2020 9:42 AM IST / Updated: Apr 25 2020, 03:45 PM IST

130
লিপস্টিক নয়  করোনা আক্রান্ত বিশ্বে এখন নতুন স্টাইল মাস্ক, দেখে নিন এর রকমফের

মুম্বইয়ের রাস্তায় মাস্ক পরে কলা বিক্রি করতে বেরিয়েছেন এক ফল বিক্রেতা

230

ভিয়েতনামের হ্যানয় শহরে গোলাপি  মাস্ক পরে বেরিয়েছেন এক মহিলা।

 

330

 

ফ্লোরিডার মিয়ামি বিচে মাস্ক পড়েছেন এক কৃষ্ণাঙ্গ যুবক।

430

কেনিয়ার রাজধানী নাইরোবির দরিদ্র মানুষদের জন্য মাস্ক বানিয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার 

অ্যালান ইগাতানি।

 

530


 

জার্মানির বার্লিনে শহরে রক ব্যান্ড শিল্পীর মুখেও রয়েছে বাহারী মাস্ক।
630

 

ইন্দোনেশিয়ার জাকার্তায় মোটরসাইকেলে চালক মুখ ঢেকেছেন মাস্কে। লকডাউনের মাঝেও হাসতে ভোলেননি তিনি। তাই মুখের হাসিই তাঁর মাস্কের বৈশিষ্ট্য।

730

 

জম্মু ও কাশ্মীরের শিশুরা পুরনো পোশাক দিয়েই বানিয়েছে মুখ ঢাকা মাস্ক। 

 

 

830

 

স্পেনের বার্সেলোনায়  উজ্জ্বল রঙের মাস্ক পরেছেন এক দোকানকর্মী।

930

 

ফিলিপিন্সের  ম্যানিলার আবার টুকটুকে লাল ঠোঁটে সাদা দাঁত দেখান মাস্ক মহিলার মুখে।

1030

 

কার্টুনের চরিত্রের আদলে তৈরি মাস্ক পরে ব্রুকলিনের রাস্তায় তরুণী। 



 
1130


রোমের এক দোকানে আবার দেখা মিলল রামধনু রঙের মাস্ক পরা এক ব্যক্তির। 

 

 

1230

ব্রাজিলের এক যুবক আবার মুখ ডাকলের হরেক রকম লঙ্কার মাস্কে। 

 

 

1330

 

ম্যানিলার দক্ষিণে লাস পাইয়েতে বক্সিং আইকন ম্যানি প্যাকুইয়াও  মুখের আদলে বানান মাস্ক পরেছেন তাঁর এক ভক্ত।

1430

ঝকঝকে দাঁতের বিজ্ঞাপন দেওয়া মাস্ক পরে ময়দানে নেমেছেন ফিলিপিন্সের এক পুলিশ আধিকারিক। 

 

 

1530

 

ফিলিপাইনের ভ্যালেনজুয়েলা শহরে  কঙ্কালের মুখের আদলে মাস্ক পরেছেন এক পুলিশকর্তা।

1630

 

জার্মানির লাইপজিগে ফুলের আদলে মাস্ক পরেছেন এক মহিলা।

1730
1830

 

জার্মানির বার্লিনে নিজের টাইয়ের সঙ্গে ম্যাচ করে মাস্ক পরেছেন এক ব্যক্তি।

1930

 

নিউ ইয়র্কের রাস্তায় প্রিন্টেড মাস্ক পরা যুবক।

2030

 

দক্ষিণ আফ্রিকার সোয়েতোতে মাস্ক পরা কিশোর ছেলে।

2130

 

বাড়িতে তৈরি মাস্ক পরে পথে নেমেছেন মা ও মেয়ে।

 

 

2230

 

টোকিওর ইয়োকোসুকায়  তৈরি করা হয়েছে বিখ্যাত লোগোগুলো দিয়ে মাস্ক।

2330

 

মিশরের কায়রোতে সাদা কাপড়ে মুখ ঢেকেছেন এক ব্যক্তি।

2430

 

হাওয়াইয়ের ভিয়েনায় কাপড়ের প্রিন্টের মাস্ক পরেছেন এক তরুণী।

2530

 

 ইন্দোনেশিয়ার জাকার্তার মাস্ক পরে পথে নেমেছেন এক ফেরিওয়ালা।

2630

 

ভেনিজুয়েলার কারাকাসের ছেড়া কাপড়কেই মাস্ক বানিয়েছেন এক ব্যক্তি।

2730

 

নরওয়ের নেসোডেনের বন্ধুদের জন্য মাস্ক বানিয়েছেন এক কিশোরী।

2830

 

নিকারাগুয়ার মানাগুয়ায় মজার মাস্ক পরে বেরিয়েছেন এক ব্যক্তি।

2930

 

নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে স্পাইডারম্যান সেজেছেন এক ব্যক্তি।

3030

 

পেঁচার আদলে তৈরি  মাস্কের দেখা মিলল লন্ডনের রাজপথে।

Share this Photo Gallery
click me!
Recommended Photos