কেন এই নেতা ভক্তি? ইতিহাসে দেখা গিয়েছে, সংকটের সময় কোনও একটি রাষ্ট্রের মানুষ, সেই দেশের রাষ্ট্রপ্রদানের পাশে থাকতেই স্বচ্ছন্দ বোধ করে। ২০০১ সালে ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসবাদী হামলার পর সেই সময়ের মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ-এর অনুমোদন রেটিং পৌঁছেছিল ৮৯.৮ শতাংশে।