আব্দুল রশিদ দস্তুম, প্রাক্তন উপরাষ্ট্রপতি
৬৭ বছরের দস্তুম আফগান রাজনীতিতে যুদ্ধবাজ হিসেবেই পরিচিত। তালিবান বিরোধী উজবেক নেতা। যাঁকে উত্তর জোটের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক টিকিয়ে রাখতে দেখা গেছে। দুস্তম ঘানি সরকারের সমর্থক ছিলেন। ২০১৩ থেকে প্রায় ৬ বছর রাষ্ট্রপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে গণহত্যা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিকে ধর্ষণের আদেশ দেওয়ার মত ভয়ঙ্কর অভিযোগ উঠলেও তিনি তা মানতে রাজি নন। অনেকেই বলেন বিচার এড়াতে স্বাস্থ্যের কারণ দেখিয়ে দীর্ঘদিন তুরস্কে ছিলেন তিনি।
তালিবানরা যখন ক্ষমতা দখল করছিল সেই সময় তিনি দেশে ফিরে আসেন। কিন্তু এখন তাঁর ঠিকানা অজানা। অনেকেই মনে করেছিল মাজার-ই-শরিফ শহরটি তিনি তালিবানদের হাত থেকে রক্ষা করবেন। তালিবান বিরোধী হলেও এই এলাকা মোটেও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।