শুধু তাই নয়, আরেক তালিবান নেতা দাউদের সঙ্গে মিলে যৌথভাবে 'কাবুল অ্যাটাক নেটওয়ার্ক'এর নেতৃত্বে ছিল জাওয়াদ। শুধু কাবুল নয়, ওয়ার্ডক, লগর, নাংহারগার, ল্যাগম্যান, কাপিসা, খোস্ট, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে সক্রিয় ছিল 'কাবুল অ্যাটাক নেটওয়ার্ক'। বছরের পর বছর ধরে কাবুলে বেশ কয়েকটি হাই প্রোফাইল সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে তারা। আল কায়েদা, লস্কর-ই-তৈবা, উজবেকিস্তান ইসলামিস্ট মুভমেন্ট, হিজব-ই-ইসলামী গুলবউদ্দিন-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলিও 'কাবুল অ্যাটাক নেটওয়ার্ক'-এর অঙ্গুলি হেলনে কাবুলে হামলা চালিয়েছে।