গোটা বিশ্ব যখন করোনা মহামারীর কোপে তখন অসাধ্য সাধন করে দেখাল চিন। গত ৫ দিন এই দেশে নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর নেই। তারমধ্যে টানা ১৩ দিন রাজধানী বেজিংয়ে একজনও করোনায় আক্রান্ত হননি। এই পরিস্থিতিতে ধীরে ধীরে অতিমারী সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে চিনে। আর এবার বাইরে ঘোরাফেরা করতে হলে আর মাস্ক পরার প্রয়োজন নেই। এমনটাই জানিয়ে দিল রাজধানী বেজিং-এর পুর প্রশাসন।