বিজ্ঞানীর মন্তব্য
সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার প্রধান রাফায়েল গুইদো বলেন, তাঁরা দেখেছেন, সাপের বিষের এই উপাদানটি করোনাভাইরাস থেকে একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি প্রোটিনকে বাধা দিতে পারে। অনু হলে একটি অ্যাসিড শৃঙ্খল। যা করোনাভাইরাসের ক্ষেত্রে PLPro নামক এনজাইমের সঙ্গে যুক্ত হয়। যা অন্যান্য কোষকে আঘাত না করেই ভাইরাসের প্রজনন ঘটাতে সক্ষম।