আগামী শীতে প্রকোপ আরও বাড়বে, আর আগের ছন্দে ফিরবে না পৃথিবী, আশঙ্কা এবার 'হু'-এর কন্ঠে

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। এমন পরিস্থিতিকে পেছনে ফেলে কবে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরবে মানব সভ্যতা? একাধিক দেশের বিশেষজ্ঞরা  ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখালেও  এর সন্তোষজনক কোনো উত্তর দিতে পারছে না স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থ। এই অবস্থায় আসন্ন শীতকালে করোনার প্রকোপ আরও বাড়বে মনে করছেন গবেষকরা।

Asianet News Bangla | Published : Jul 15, 2020 4:23 PM IST
18
আগামী শীতে প্রকোপ আরও বাড়বে, আর আগের ছন্দে ফিরবে না পৃথিবী, আশঙ্কা এবার 'হু'-এর কন্ঠে

করোনা মহামারির পরবর্তী পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, আগের মতো স্বাভাবিক ছন্দে ফেরার কোনো সম্ভাবনাই অদূর ভবিষ্যতে নেই! উল্টে যদি সমস্ত স্বাস্থ্যবিধি ঠিক মতো মেনে চলা না হয়, সে ক্ষেত্রে সমস্যা আরো বাড়বে বলেই জানিয়েছেন তিনি।

28

টেড্রস আধানম ঘেব্রেইসাস জানান, ছ'মাস ধরে বিশ্ব করোনার সঙ্গে লড়াই করছে। কিন্তু ছ'মাস পরেও কয়েকটি দেশে করোনা যে হারে ছড়াচ্ছে, তাতে আরো ভয়াবহ পরিস্থিতির দিকেই এগোচ্ছে গোটা বিশ্ব। 

38

বিশ্বের সামগ্রিক করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। আমেরিকা আর দক্ষিণ এশিয়ার দেশগুলিতে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। 

48

ঘেব্রেইসাস বলেন, করোনা মোকাবেলার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশ ভুল পথেই এগোচ্ছে। সংক্রমণ রুখতে যদি ন্যূনতম বিধি-নিষেধ না মানা হয়, সে ক্ষেত্রে পরিস্থিতি যে আরো খারাপের দিকে যাবে, সেটাই স্বাভাবিক!

58

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যদি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তাহলেই একমাত্র এই ভাইরাসকে হারানো সম্ভব ৷ না হলে পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়া ছাড়া কোনও উপায়ই থাকবে না ৷ 

68

প্রফেসর স্টিফেন হলগেটের  কথায়. "কোভিডের নতুন ধাক্কায় আসন্ন শীতে আরও বেশি মৃত্যু হতে পারে এবং এটা অনুমান নয়, সম্ভাবনা।" একই সঙ্গে তিনি যোগ করছেন, যদি আগাম সতর্কতা নেওয়া যায়, তবে বিপদ কিছুটা হলেও কমতে পারে। সতর্কতা বলতে সংসর্গ এড়ানোর কথাই বলছেন গবেষক স্টিফেন হলগেট।
 

78

অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের একটি রিপোর্ট বলছে, সেপ্টেম্বর ২০২০ থেকে জুন ২০২১ -এর মধ্যে ব্রিটেনের হাসপাতালগুলিতে ১ লক্ষ ১৯ হাজার ৯০০ সংক্রমিতের মৃত্যুর সম্ভাবনা আছে। একই সঙ্গে চলতি বছরের সংক্রমণের চাপ ও শীতের মরশুমের শুরুতে জ্বরজারির সম্ভাবনাই করোনার ঝুঁকি বাড়িয়ে দেবে কয়েকগুণ। 

88

প্রফেসর  স্টিফেনের কথায়, "করোনা যায়নি। আমাদের বিধি মেনে  সুস্থ থাকার চেষ্টা করতে হবে।"

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos