কী বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা?
স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে গোটা বিশ্বই কোভিড-১৯'এর বিরুদ্ধে লড়তে ব্যস্ত। তার মধ্যে সাম্প্রতিক এই নতুন রোগের হুমকি অবশ্যই অত্যন্ত গুরুতর বিষয়। কিন্তু, ব্ল্যাক ডেথ ফিরে এসেছে, এমনটা নয়। তাঁরা বলছেন তিন-তিনবার দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর ব্ল্যাক ডেথ বা বিউবোনিক প্লেগ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে সংক্রমণের কিছু মারাত্মক পকেট তৈরি করেছে। চিন, মঙ্গোলিয়া, আফ্রিকার কিছু দেশ এবং আমেরিকার কিছু কিছু রাজ্য এই পকেটের মধ্যে পড়ে। এইসব এলাকায় এখনও প্রতি বছর শয়ে শয়ে মানুষ এই রোগে আক্রান্ত হন।