রাজনাথ জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনতে এবং সেনা সরানোর প্রক্রিয়ার সম্পূর্ণ করার জন্য দু'পক্ষকে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, 'দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতির জন্য ভারত-চিন সীমান্তে যে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে একমত হয়েছেন দু'দেশের নেতারা। তা থেকে শিক্ষা নেওয়া উচিত দু'পক্ষের এবং( দু'দেশের) মতভেদ যাতে বিবাদে পরিণত না হয়, তা দেখা উচিত দু'পক্ষের।' তবে দুই দেশের সম্পর্ক যে এখনই ভাল হচ্ছে না তা চিনের বয়ানে স্পষ্ট।