এই অবস্থায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন সিদ্ধান্ত নিয়েছেন, দেশের সমস্ত মিঙ্ককে মেরে ফেলা হবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ডেনমার্কের নাগরিকদের স্বাস্থ্যের বিষয়ে তাঁর গুরু দায়িত্ব রয়েছে। তবে নতুন যে রূপান্তরটি পাওয়া গিয়েছে, তাতে গোটা বিশ্বকে সুস্থ রাখার বৃহত্তর দায়িত্বও তাঁদের কাঁধে এসে পড়েছে। তাই ডেনমার্ককে, অতি দ্রুত তাদের দেশের সব মিঙ্ক-কে মেরে ফেলতেই হবে। ড্যানিশ পুলিশ, সেনাবাহিনী এবং হোমগার্ডদের বৃহত্তর স্বার্থে এই মিঙ্ক হত্যার কাজে নিযুক্ত করা হবে। সেইসঙ্গে উত্তর ডেনমার্ক, যেখানে মিঙ্ক ফার্মগুলির সংখ্যা বেশি, সেখানে এই নতুন রূপান্তরের মহামারি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। সেইসঙ্গে চলবে যুদ্ধকালীন তৎপড়তায় আক্রান্তদের সনাক্ত করার প্রক্রিয়া।