কমিউনিস্ট চিনে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নতুন বিষয় নয়। উইঘুর মুসলিমদের প্রতি অত্যাচারের কারণে বারবার বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে বেজিংকে। আবারও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। দেশটির গির্জাগুলোতে সরকারের আজব নির্দেশ পাঠানোর কথা সম্প্রতি জানা গিয়েছে। যেখানে বেজিং সরকার জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি প্রদেশের সকল গির্জার ক্রসগুলোকে ভেঙে ফেলতে হবে। এমনকি রাখা যাবে না যিশুর কোনো ছবিও।