করোনাভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে দেড় কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন । আর মৃত্যু হয়েছে ৬ লাখেরও বেশি। এসব তথ্য বিশ্লেষণ করে গবেষকরা বলছেন-নারীপ্রধান দেশগুলোর তুলনায় পুরুষশাসিত দেশে মৃত্যু প্রায় সাড়ে চার গুণ বেশি। ডাবলিনের ট্রিনিটি কলেজের অধীনে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের এই গবেষণায় বিশ্বের ৩৫টি দেশের ওপর সমীক্ষা করা হয়েছে; যেখানে ২৫টি দেশ পুরুষশাসিত এবং বাকি ১০টি দেশের সরকারের প্রধান দায়িত্বে রয়েছেন নারীরা।